জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী ছিল,থাকবে: এসআইও

বিশেষ সংবাদদাতা, দি বেঙ্গল মিরর, কলকাতাঃ মার্কিন প্রেসিডেন্টের জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তকে তীব্র ভাষায় নিন্দা   করেন এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ওসমান গনি। তিনি জানান, জেরুসালেম তিনটি প্রধান আব্রাহামিক ধর্মের জন্য পবিত্র ভূমি। তাই, সবাইকে অবশ্যই এর সম্মান করা উচিত। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত একেবারেই একতরফা এবং চলমান সংঘাতের কোন সুষ্ঠ সমাধান নয়। ইজরায়েল ক্রমাগত ফিলিস্তিনের অধিকার লঙ্ঘন করেছে এবং তাদের ক্ষত নিরাময়ের পরিবর্তে মার্কিন রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত অন্যায় ও অন্যায্য। আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বজুড়ে মুসলমানদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তোলা উচিত এবং প্রকৃতপক্ষে ফিলিস্তিনের অধিকার সুনিশ্চিত করতে একতাবদ্ধ হয়ে এগিয়ে আসা উচিত।
আজ জুম্মার নামাজের পর  এসআইও পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে থেকে Y চ্যানেল পর্যন্ত এই মিছিলে পা মেলান সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য সাদাব মাসুম। তিনি এদিন বলেন যে, “ঘুম থেকে উঠে কেউ যদি ঘোষণা করে কলকাতা আজ থেকে বাংলাদেশের রাজধানী, তাহলে তা তো পাগলামি ছাড়া আর কিছুই না। এটা কি ভারতবর্ষের আমজনতা মেনে নেবে? কখনই নয়। জেরুজালেমকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা যেমনটা মেনে নেওয়া সম্ভব নয় প্যালেস্টাইন ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের পক্ষে।’ এদিন বক্তব্য রাখেন জামায়াত ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মাওলানা রফিকুল ইসলাম। তাঁর মতে, ‘অনধিকার বিষয়ে নিজেদের জড়িয়ে ফেলছে আমেরিকার প্রেসিডেন্ট।’ যুব প্রত্যাশা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ জানান,‘নিজেদের ঘরোয়া সমস্যা থেকে বিশ্ববাসীকে মুখ ফেরাতেই জঘন্য চক্রান্ত করেছে  আমেরিকার প্রেসিডেন্ট।’ এদিন বিক্ষোভ মিছিলে হাজির ছিলেন এসআইও পশ্চিমবঙ্গ রাজ্যের জন সংযোগ বিভাগীয় সম্পাদক সুজাউদ্দিন আহমেদ, কলকাতার জেলা সভাপতি মহম্মদ ইরশাদ এবং রাজ্যের প্রাক্তন সংগঠন সম্পাদক সাবির আলি প্রমুখ।
(বিজ্ঞাপন) 

Post a Comment

0 Comments