নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ পথশিশুদের নিয়ে গন-ভাইফোঁটার আয়োজন করল ভাষা ও চেতনা সমিতি। আজ শনিবার মানিকতলা খালের পূর্ব পাড়ে এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক পথশিশু ও পথচলতি মানুষকে ফোঁটা দেয় সমিতির মহিলা কর্মীরা। পাশাপাশি ভাইয়েরাও বোনদের শান্তি ও নিরাপত্তা কামনায় ফোঁটা দেয়। বস্তিবাসী শিশুদের হাতে ফোঁটা নেন সংস্থার কর্মীরা। এছাড়াও শিশুদের খাতা, পেনসিল, বেলুন, বিস্কুট, চকোলেট উপহার সামগ্রী দেওয়া হয় উপহার হিসেবে।
ভাষা ও চেতনা সমিতির সম্পাদক প্রাবন্ধিক ইমানুল হক এক প্রশ্নের জবাবে বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মেয়েদের সম্মান প্রদানের উদ্দেশ্যে আমরা বোন ফোঁটার আয়োজন করি" অন্যদিকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বিশিষ্ট মনোবিজ্ঞানি দূর্বা মিত্র বলেন, 'ছেলে-মেয়েকে সমান গুরুত্ব দিলে পণপ্রথা, নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দুর হবে।' তিনি আরও বলেন, ভাইফোঁটায় যেমন বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করি তেমনি বোনদের নিরাপত্তা প্রদান তাদেরও কর্তব্য হয়ে দাঁড়ায়। বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক অমল সরকার বলেন, শুধু কন্যাশ্রী দিলে হবে না যারা পথশিশু তাদের জন্যেও সরকারের ভাবা উচিত।আজকের অনুষ্ঠান বিশেষ কোন ধর্মের না হয়ে মিশে গেল বাংলার চিরায়ত রীতির মাঝে। বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষ পরস্পর পরস্পরকে আলিঙ্গন ও ফোঁটা দানের মাধ্যমে এক নজির গড়লো।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতার প্রাক্তন মেয়র আইনজীবী বিকাশরঞ্জব ভট্টাচার্য, তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, রাজ্য সরকার শুধুমাত্র প্রচারের রাজনীতি করছে যদি মেয়েদের কথা ভাবত তবে "কন্যাশ্রী আজ বিশ্বশ্রী" র নামে কোটি কোটি টাকা বিজ্ঞাপনে না দিয়ে ওদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার কাজে ব্যায় করত। অধ্যাপিকা নবনীতা বসু, যশোজিৎ সাহা, সমাজসেবী শুভজিৎ দত্তগুপ্ত প্রমুখ ।
ভাষা ও চেতনা সমিতির সম্পাদক প্রাবন্ধিক ইমানুল হক এক প্রশ্নের জবাবে বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মেয়েদের সম্মান প্রদানের উদ্দেশ্যে আমরা বোন ফোঁটার আয়োজন করি" অন্যদিকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বিশিষ্ট মনোবিজ্ঞানি দূর্বা মিত্র বলেন, 'ছেলে-মেয়েকে সমান গুরুত্ব দিলে পণপ্রথা, নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দুর হবে।' তিনি আরও বলেন, ভাইফোঁটায় যেমন বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করি তেমনি বোনদের নিরাপত্তা প্রদান তাদেরও কর্তব্য হয়ে দাঁড়ায়। বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক অমল সরকার বলেন, শুধু কন্যাশ্রী দিলে হবে না যারা পথশিশু তাদের জন্যেও সরকারের ভাবা উচিত।আজকের অনুষ্ঠান বিশেষ কোন ধর্মের না হয়ে মিশে গেল বাংলার চিরায়ত রীতির মাঝে। বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষ পরস্পর পরস্পরকে আলিঙ্গন ও ফোঁটা দানের মাধ্যমে এক নজির গড়লো।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতার প্রাক্তন মেয়র আইনজীবী বিকাশরঞ্জব ভট্টাচার্য, তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, রাজ্য সরকার শুধুমাত্র প্রচারের রাজনীতি করছে যদি মেয়েদের কথা ভাবত তবে "কন্যাশ্রী আজ বিশ্বশ্রী" র নামে কোটি কোটি টাকা বিজ্ঞাপনে না দিয়ে ওদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার কাজে ব্যায় করত। অধ্যাপিকা নবনীতা বসু, যশোজিৎ সাহা, সমাজসেবী শুভজিৎ দত্তগুপ্ত প্রমুখ ।

0 Comments