ফের ব্রিগেডে সমাবেশ? ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভে মুসলিম পার্সোনাল ল' বোর্ড

বেঙ্গল মিরর ডেস্ক: আগামী ২৬ এপ্রিল সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে কলকাতার ব্রিগেড ময়দানে মহা-সমাবেশ করবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল'বোর্ড। এই সমাবেশকে সফল করে তুলতে গ্রামবাংলায় ব্যাপক প্রচার চালু করেছে বিভিন্ন মুসলিম সংগঠন। শুধু তাই নয়, সমাবেশের জন্য যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির  বিভিন্ন মুসলিম সংগঠনের  সদস্যরাও ঘন ঘন বৈঠক করছেন যাতে সফল হয় সমাবেশ। ল' বোর্ডের গাইডলাইন মেনে মানুষকে ব্রিগেড ময়দান ভরাতে আহ্বান জানাচ্ছেন আহ্বায়করা। কীভাবে মাঠ ভরাতে হবে, রাস্তায় চলাচল থেকে শুরু করে স্বেচ্ছাসেবকদের ভূমিকা কী হবে তা নিয়ে শনিবার দুপুরে বিশেষ বৈঠক হয়। এ দিন দুপুরে শেক্সপিয়র সরণির ভুবন চৌধুরি মসজিদে বৈঠকে বসেন মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সদস্য ও বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্ব। সেখানেই ব্রিগেড সমাবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন উদ্যোক্তারা।

ছবি সংগ্রহ 

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিগেড সমাবেশের উদ্যোক্তারা জানান, আগামী ২৬-এর সমাবেশ ইতিহাস রচনা করবে। সংবিধান বাঁচানোর লড়াইয়ে বাংলার বুক থেকেই জোরালো আওয়াজ উঠবে সেদিন। ব্রিগেড সমাবেশের অন্যতম সহ-আহ্বায়ক তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সদস্য মুহাম্মদ কামরুজ্জামান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি। মুসলিমদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া কালাকানুন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। জামায়াতে ইসলামি হিন্দের রাজ্য সম্পাদক শাদাব মাসুম বলেন, আমরা অসাংবিধানিক ও বিভাজনকারী আইনের বিরুদ্ধে লড়াই করছি। আমরা সব সংগঠন নিজেদের মধ্যে মতপার্থক্য সরিয়ে রেখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের ব্যানারেই ব্রিগেড সমাবেশ করছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অমুসলিম ভাইদের পাশে পেতে সবরকম প্রচেষ্টা থাকবে বলেও তিনি জানান। 

অন্যদিকে আরও এক সহ-আহ্বায়ক ডা. শরফরাজ আদিল বলেন, পার্সোনাল ল' বোর্ড বিশেষ গাইডলাইন তৈরি করেছে, সেই নির্দেশিকা মেনেই আন্দোলন হবে। রাস্তায় কোনও স্লোগান থাকবে না। সবাই জাতীয় পতাকা নিয়ে আসবেন। একই কথা বলেন, রাজ্য জমিয়তে আহলে হাদিসের মুখপাত্র মাওলানা আলমগীর সরদার। তিনি বলেন, আমাদের আন্দোলন ওয়াকফ বাঁচাতে। ফলে সাধারণ হিন্দুদের মধ্যে যাতে ভুল বার্তা না যায় তার জন্য সঠিক তথ্য তুলে ধরতে হবে। মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করতে চাই না। আমরা নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার আদায়ের জন্য ময়দান ভরাতে চাই। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সদস্য ও ব্রিগেড সমাবেশের মূল আহ্বায়ক তথা রেড রোডে ইমামে ঈদাইন কারী ফজলুর রহমান বলেন, আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। মোদি সরকার যে কালাকানুন এনেছে, তা বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলনের অংশ হিসাবে ব্রিগেড সমাবেশ হবে। এ দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন সুন্নাতুল জামাতের প্রতিনিধি, জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, ওয়াকফ বাঁচাও আন্দোলনের মুখ উমর ওয়াইস, সুমন মণ্ডল, ইশহাক মল্লিক, হাকিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত সবাই বলেন, ওয়াকফ বাঁচাতে জোটবদ্ধ আন্দোলনের জন্য সবাই মিলে কাজ করবেন।

(সৌজন্যে পুবের কলম) 

Post a Comment

0 Comments