সামসেরগঞ্জে জনগণের ক্ষোভ নিয়ে সংবাদমাধ্যমে আংশিক প্রচার নিয়ে সরব কংগ্রেস

বেঙ্গল মিরর ডেস্ক: পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে রবিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে যান প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধিদল। আর এই ঘটনা নিয়ে স্থানীয় মানুষ নিজেদের ক্ষোভ উগরে দেন। তুলে ধরেন নানান সমস্যার কথা। এই বিষয়টিকে কেন্দ্র করে একশ্রেণির সংবাদমাধ্যম আংশিক সংবাদ প্রচার করছে। স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে কংগ্রেস সরব হয়েছে। 

 প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়েছে, দু- একটি সংবাদ মাধ্যমে আজ প্রচারিত হচ্ছে যে, সামসেরগঞ্জে উপদ্রুত এলাকায় কংগ্রেসের প্রতিনিধি দলকে বিক্ষোভ দেখালেন মানুষ। কিন্তু পুরো সত্যি খবর তাঁরা প্রকাশ করলেন না। 

ছবি সংগ্রহ 

আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ইশা খান চৌধুরী, এআইসিসি সম্পাদক অম্বা প্রসাদ সহ কংগ্রেসের প্রতিনিধি দল যখন উপদ্রুত এলাকায় যান তখন একটি উপদ্রুত পরিবারের সদস্য তাঁর ক্ষোভ উগরে দেন সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে। তৃণমূল ও বিজেপির ঘৃণ্য বিভাজনের রাজনীতির শিকার এই মানুষগুলির ক্ষোভ সংগত। কিন্তু এরপর ওই ব্যক্তিই কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কথা বলার পর নিজেই কংগ্রেস নেতৃত্বকে সঙ্গে নিয়ে অত্যাচারিত নিপিড়ীত পরিবারের ঘরে ঘরে নিয়ে যান। যার ছবি দেওয়া হলো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এহেন বিকৃত এবং অর্ধ সত্য সংবাদ পরিবেশনে আমরা মর্মাহত!

Post a Comment

0 Comments