মাধ্যমিকের ফল প্রকাশ ২ মে, জানাল পর্ষদ

বেঙ্গল মিরর ডেস্ক: আগে জানা গিয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে ৩০ এপ্রিল। পর্ষদের তরফে তারিখ ঘোষণা না হলেও, জল্পনা ছিল এমনটাই। তবে বৃহস্পতিবার জানা গেল, ৩০ এপ্রিল নয়, ফল প্রকাশিত হচ্ছে ২ মে। গত বছরও এই দিনই ফল প্রকাশ হয়েছিল। রাজ্যজুড়ে এসএসসির প্যানেল বাতিল নিয়ে আন্দোলন করছেন চাকরিহারারা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে এসএসসির সামনে লাগাতার অনসনে বসেছেন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাঁদের স্কুলে ফিরে যেতে বললেও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

প্রতীকী ছবি

এমন পরিস্থিতিতে ঠিক সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই আবহেই মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ ঘোষণা হল পর্ষদের তরফে।

Post a Comment

0 Comments