রাহুল গান্ধি-সহ বিরোধীদের দাবি মেনে জাতি-গণনায় রাজি কেন্দ্র, বিজেপির বিপদ?

বেঙ্গল মিরর ডেস্ক: ভারতবর্ষে নানা জাতি, ধর্মের মানুষ বসবাস করেন। কোন জাতির জনসংখ্যা কত বা তাদের অবস্থান কিরকম এ সম্পর্কে সরকার কোনও তথ্য প্রকাশ করত না। জাতি-গণনার জন্য আন্দোলন গড়ে তুলেছিল রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেস। এছাড়াও এসডিপিআই-সহ বেশ কিছু দল একই দাবিতে সরব হয়।এরই মধ্যে ভালো খবর। 

জানা গিয়েছে, রাহুল গান্ধির দাবি মেনে শেষ পর্যন্ত কেন্দ্র সরকার জাতিগণনা করতে চলেছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আসলে মনে করা হচ্ছে বিহারের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।  তবে জাতিগণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না। আগামী জনগণনার সঙ্গেই এই সংক্রান্ত তথ্য সংযোজিত হবে। কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

প্রতীকী ছবি

বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে অশ্বিনী বলেন, “রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে আগামী জনগণনার সঙ্গে জাতিগণনার তথ্যও যুক্ত করা উচিত।” অশ্বিনীর বক্তব্য, কিছু রাজ্য জাতিগত তথ্যসংগ্রহের জন্য সমীক্ষার ব্যবস্থা করেছে। সে ক্ষেত্রে সব রাজ্যে পদ্ধতি সঠিক ছিল না বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। অশ্বিনীর দাবি, কিছু রাজ্য এই সমীক্ষা ভাল ভাবে করলেও বাকি রাজ্যগুলির সমীক্ষায় অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ রয়ে গিয়েছে। এর ফলে সমীক্ষাগুলি ঘিরে সমাজে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনীতির কারণে যাতে সমাজের শৃঙ্খলায় কোনও প্রভাব না-পড়ে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। তিনি জানান, সেই কারণেই জাতি সংক্রান্ত তথ্যের জন্য সমীক্ষার বদলে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিহারে জাতপাতের রাজনীতি এখনও বেশ সক্রিয়। স্বাভাবিকভাবে বাধ্য হয়ে এ ঘোষণা করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। রিপোর্ট প্রকাশিত হলে বিপদে পড়তে পারে বিজেপি। এখন দেখার সরকার কি কৌশল অবলম্বন করে। 

Post a Comment

0 Comments