বেঙ্গল মিরর ডেস্ক: ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসাবে ২৬ এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে সমাবেশ করতে চেয়েছিল ল’ বোর্ড। কিন্তু ভারতীয় সেনা সমাবেশের অনুমতি প্রত্যাখ্যান করেছে। তাই কলকাতা হাইকোর্টে গিয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। তাতেও হল না সমাধান। অবশেষে সংগঠনটি ঘোষণা করল যে, আপাতত ২৬ তারিখের কর্মসূচি বাতিল থাকছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে। নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় ব্রিগেডে সভা করতে চেয়ে আদালতে অনুরোধ করে পার্সোনাল ল’ বোর্ড। এই মামলায় এ দিন বিরোধিতা করেন সেনার আইনজীবী।
সেনা বাহিনীর তরফবি বলা হয়, ওয়াকফ নিয়ে মামলা হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাছাড়া এ নিয়ে শুধু আলোচনার জন্য ৫০ হাজার লোকের জমায়েতের কারণ থাকতে পারে না। ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সেনার প্রশিক্ষণ আছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলেও জানানো হয়। আদালত অবশ্য সমাবেশের অনুমতি না দেওয়া নিয়ে সেনার কারণ নিয়ে সন্তুষ্ট হয়নি।
![]() |
ছবি সংগ্রহ |
এরই মধ্যে যাতে আগামী এক সপ্তাহ সমাবেশ পিছিয়ে দেওয়া হয় তার পরামর্শ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সাম্প্রতিক কাশ্মীরের ঘটনা নিয়ে গোটা দেশ শোকের আগ্রহ রয়েছে তাই এই পরামর্শ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল'বোর্ডের আইনজীবী ফিরদৌস শামিম জানান, আমরা আদালতে সভার সপক্ষে বক্তব্য তুলে ধরেছি। অন্যান্য সংগঠন অনুমতি পেলে পার্সোনাল ল’ বোর্ডও যে ব্রিগেডে সমাবেশ করতে পারে সে কথা আদালত জানিয়েছে। তবে এক সপ্তাহ পরে সমাবেশ করার পরামর্শ দেন বিচারপতি। এ দিকে সমাবেশ নিয়ে যাতে মানুষের তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে জরুরি বৈঠকে বসেন ব্রিগেড সমাবেশের আয়োজকরা। এই জরুরী বৈঠকে ছিলেন মুহাম্মদ কামরুজ্জামান, শাদাব মাসুম, ইশহাক মল্লিক, আলমগীর সরদার প্রমুখ। সবার সঙ্গে আলোচনা করে তাঁরা ঠিক করেছেন, ২৬ তারিখের বদলে অন্য দিন সভা হবে।
উদ্যোক্তাদের মধ্যে অন্যতম আহ্বায়ক ও ল’ বোর্ডের সদস্য কামরুজ্জামান জানান, ২৬ এপ্রিলের পরিবর্তে অন্য দিন ব্রিগেড ময়দানেই সমাবেশ হবে। শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে।
মিটিংয়ে ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি আনোয়ার কাসেমী। তিনি বলেন, ব্রিগেড সমাবেশে যোগদানের জন্য যাঁরা গাড়ি বুক করেছেন, কেউ বাতিল করবেন না। সবাই প্রস্তুত থাকুন। শুধু তারিখ পরিবর্তন হবে।
0 Comments