জাহানারা খাতুন
কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে রাজ্য–রাজনীতি। কলকাতা-সহ দেশের অন্যান্য শহরের পাশাপাশি বিদেশের মাটিতেও ইনসাফ চেয়ে সরব হয়েছেন প্রতিবাদী জনতা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মিটিং–মিছিল হচ্ছে। এবার বৃহস্পতিবার দুপুরে পথে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।
এ দিনআর জি কর ইস্যুতে কালো পোশাক পরে তিনি প্রতিবাদ জানান। কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল হয়। তারপর সেখানকার অস্থায়ী মঞ্চ থেকে খুনও ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হন কংগ্রেস নেতারা। এ দিনের মিছিলে অধীর চৌধুরীর পাশাপাশি ছিলেন দলের সাংসদ ঈশা খান চৌধুরীও।
এ দিনের মিছিল নিয়ে অধীর চৌধুরী বলেন, কোনও রাজনীতি নয়, আমরা নির্যাতিতার ইনসাফ চাই। এই ঘটনার পর যেভাবে শত শত মানুষ প্রতিবাদে সরব হয়েছেন, মহিলারা রাস্তায় নামছেন, তারই অংশ হিসেবে আজকের প্রতিবাদ মিছিল। আমরা ভোটের জন্য বলছি না, আমাদের দাবি যে কোনও অন্যায়ের বিচার করতে হবে। তিনি আগের ঘটনা উল্লেখ করে বলেন, অনিস খানের বাড়িতে গিয়েছিলাম। রিজওয়ানুরের মাকেও দেখেছি, সবাই বলেছিলেন ইনসাফ চাই। একইভাবে আর জি করের নির্যাতিতার মা বিচার চান। আমরাও বলছি বিচার করতে হবে। একের পর এক ঘটনায় দোষীরা কেন ছাড়া পেয়ে যায়, কেন অপরাধীদের শাস্তি হয় না, সেই প্রশ্ন তোলেন অধীর।
Photo by PCC |
দোষীদের চিহ্নিত না করে কেন নির্যাতিতার পরিবারকে ১০ লাখ টাকার অফার করা হলো তা নিয়েও কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, আপনি মা-বোনেদের ইজ্জতের দাম ঠিক করবেন না। মেয়েদের মাংসের বাজার বসাবেন না। তারা নিরাপত্তা চায়, তারা ইজ্জতের সঙ্গে বাঁচতে চায়। সিবিআই কিছু করতে পারছে না বলে যে অভিযোগ, এ নিয়েও রাজ্য প্রশাসনকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি বলেন, মুখে বড় বড় বাতেলা মারলে হবেনা। আপনার কাছে যদি সত্যিই অপরাধীদের সন্ধান বা তথ্য থাকে আপনি সিবিআইকে জানান। রাজ্য সরকার প্রয়োজনে আদালতে হলফনামা দিয়ে দোষীদের গ্রেফতার করতে সাহায্য করুক বলেও দাবী জানান বহরমপুরের রবিনহুড। মানুষের আন্দোলনে সরকার ফেঁসে গিয়েছে বলে ফোঁসের গল্প হচ্ছেও কটাক্ষ করেন অধীর।
অন্য প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, রাজ্যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাঁড়া দিচ্ছে। এটা রুখতে আলেম–ওলামা, পুরোহিত, পাদ্রি ও অন্য ধর্মগুদের মাঠে নামতে হবে।
অন্যদিকে ইশা খান চৌধুরী অভিযোগ করেন,আর জি কর ইস্যুতে রাজ্য প্রশাসন ব্যর্থতা প্রমাণ করেছে। ১৪আগস্ট রাতে পুলিশ কেন আর জি করে হামলা রুখতে পারল না, প্রশ্ন তুলে প্রমাণ লোপাটের অভিযোগ করেন ইশা খান চৌধুরী।
0 Comments