দোলের দিনে অভব্য আচরণ! কলকাতায় গারদে ঢুকল ৩০৫জন

বেঙ্গল মিরর ডেস্ক: দোলের দিন শহর কলকাতায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সকাল থেকে কড়া নজরদারি ছিল পুলিশের। জায়গায় জায়গায় বসানো হয়েছিল পুলিশ পিকেট। রাস্তায় ছিল পর্যাপ্ত পুলিশ। বাইক পেট্রোলিং টিম ও মহিলা পুলিশের উইনার্স টিমও মোতায়েন ছিল শহরে। সোমবার অভব্য আচরণের জন্য কলকাতা পুলিশ মোট ৩০৫জনকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, বাজেয়াপ্ত হয়েছে প্রচুর বেআইনি মদও। 


অন্যদিকে, স্বামী আইপিএল ম্যাচ দেখতে চেয়েছিলেন, কিন্তু স্ত্রীর অন্য চ্যানেল দেখার ইচ্ছা ছিল। এই সামান্য অশান্তি থেকেই স্ত্রী আত্মহত্যা করে বলে খবর। হরিদেবপুরে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে। দাম্পত্য অশান্তির কারণেই মহিলা ডাক্তার আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। জানা গিয়েছে, মৃতের নাম দীপা হালদারের। বছর সাতান্নর দীপাদেবী পেশায় চিকিৎসক হলেও পরবর্তী সময়ে তিনি আর প্র্যাকটিস করতেন না। স্বামী সুশোভন হালদার এসএসকেএমের চিকিৎসক। তাঁদের একমাত্র সন্তান লন্ডনে ডাক্তারি পড়ে। 

Post a Comment

0 Comments