লোকসভা: বামেদের প্রথম প্রার্থী তালিকায় নতুন মুখের উপরেই জোর, খোলা থাকল কংগ্রেসের দরজা

বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ দিন প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়েই বাম-কংগ্রেস জোটের রাস্তা খুলে রাখল তারা। বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে কংগ্রেসের সাথে আসন সমঝোতার কথা মাথায় রেখে তারা সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেননি। এবারের লোকসভা নির্বাচনে নতুন মুখের উপর ভরসা করেছে বামেরা। শুধু তাই নয় ১৬টির মধ্যে ১৪টিতেই নতুন মুখ।এর মধ্যে আবার তিনজন মহিলাকে প্রার্থী করেছে বামেরা। 



বিমান বসু জানান, কোচবিহার লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হচ্ছেন নীতিশ চন্দ্র রায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন। বালুরঘাটে লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী এস এম সাদি। দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী। যাদবপুরের প্রার্থী সিপিআই(এম) -এর সৃজন ভট্টাচার্য। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম। হাওড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি (আইনজীবী)। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধর। হুগলী লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মনোদীপ ঘোষ। তমলুক লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়ন ব্যানার্জি (আইনজীবী)।মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শীতল কৈব্যর্ত।বর্ধমান পূর্বের সিপিআই(এম) প্রার্থী নীবর খান। আসানসোলে লড়ছেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী জাহানারা খান।

Post a Comment

0 Comments