একাধিক দাবিতে সংখ্যালঘু কমিশন অভিযানে কংগ্রেস

বেঙ্গল মিরর ডেস্ক: সংখ্যালঘুদের নানান দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। এর আগে রাজ্য ওয়াকফ বোর্ড ঘেরাও করা হয়েছিল। কলকাতায় একাধিক বার পথে নেমেছে এই সংগঠন। এবার রাজ্য সংখ্যালঘু কমিশন অভিযানের ডাক কংগ্রেসের। আগামী সোমবার দেশজুড়ে পালিত হবে সংখ্যালঘু দিবস। আর ঠিক সেই দিনকেই আন্দোলনের জন্য বেছে নিয়েছে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ।এই সংগঠনের নেতা শামীম আক্তার জানান, আমরা মূলত পাঁচটা দাবি নিয়ে সংখ্যালঘ কমিশন অভিযান করব।


দাবি প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, কিছু মানুষ নিজেদের স্বার্থে ওয়াকাফকে ব্যবহার করছে। আগামীতে যাতে এটা না হয় তার জন্য সিবিআই তদন্তের দাবি আমরা তুলছি। তিনি আরও বলে, ন রাজ্যের ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা বাড়াতে হবে। তাদের দাবি ইমামদের মাসিক ভাতা সাত এবং মুয়াজ্জিনদের কমপক্ষে পাঁচ হাজার টাকা করে ভাতা দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ১০ হাজার মাদ্রাসা চালু করার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু প্রায় দশ বছর কেটে গেলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি। কেন হলো না, এই নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে ১০,০০০ মাদ্রাসা অনুমোদনের দাবি তুলছে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। তাদের আরও দাবি, ওয়াকফ সম্পত্তি কোথায় কি অবস্থায় আছে তা বিস্তারিত আকারে ওয়েবসাইটে দিতে হবে যাতে প্রত্যেকটা মানুষের কাছে সেই সম্পত্তির সমস্ত তথ্য থাকে। এছাড়াও উর্দুকে রাজ্যের দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব এলাকায় উর্দুভাষী জনজাতির মানুষ বসবাস করেন সেখানে আজও উর্দু সরকারি ভাষা হিসেবে স্বীকৃত হলেও কার্যকরী হয়নি বলে অভিযোগ। অবিলম্বে রাজ্যের উর্দুভাষী অঞ্চলে উর্দু ভাষার স্বীকৃতির দাবী জানাচ্ছে কংগ্রেস। 

প্রসঙ্গত, এইসব দাবি-দাওয়া নিয়ে সোমবার দুপুরে স্টেটম্যান হাউসের সামনে কংগ্রেসের তরফে জমায়েত হবে। তারপর মিছিল সহযোগে কংগ্রেস কর্মীরা যাবেন খাদ্য ভবনের কাছে সংখ্যালঘু কমিশনের অফিসে। সেখানে ডেপুটেশনে দেওয়া হবে বলে খবর।

Post a Comment

0 Comments