বেঙ্গল মিরর ডেস্ক: জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, সাম্প্রদায়িকতা হল দেশের ধ্বংসের প্রথম পদক্ষেপ। শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলিকে ঘৃণা নয় বরং ভালবাসা এবং ভ্রাতৃত্ব ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। তার কথায়, "লাভ জিহাদ" এমন একটি শব্দ যার মাধ্যমে দেশে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তরপ্রদেশে জমিয়তের ৩৭টিজেলা ইউনিটের একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মাদানি বলেন, “এটি দেশের দুর্ভাগ্য যে স্বাধীনতার পর থেকে ধর্মের নামে ঘৃণা বাড়ছে। তিনি বলেন, জমিয়তে উলামা-ই-হিন্দ সাম্প্রদায়িকতাকে দেশের ধ্বংসের প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করে। যারা ভালবাসার পরিবর্তে ঘৃণার বীজ বপন করছে তারা কেবল ক্ষমতা দখলের জন্য তাদের তাস খেলছে।
মাদানি বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোকেও একটা বার্তা দিতে চাই... তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক, তাদের উচিত শুধু ভালোবাসা আর ভালোবাসার প্রচার করা, ঘৃণা নয়। এতেই দেশের কল্যাণ নিহিত"। মাদানী বলেন, জমিয়ত সর্বদা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিল এবং ভারতের স্বাধীনতার পরে হিন্দুদের থেকে আলাদাভাবে বসবাস করার মুসলিম লীগের ইচ্ছাকে তারা কখনই মেনে নেয়নি।
তার কথায়, দেশ যখন স্বাধীনতার দিকে এগোচ্ছিল, ব্রিটিশরা দেশে বিভাজনের বীজ বপন করেছিল। তারা মুসলিম লীগকে বোঝায় যে আমরা (মুসলিম) হিন্দুদের সাথে থাকব না কিন্তু জমিয়তে উলামায়ে হিন্দ এই দৃষ্টিভঙ্গি কখনই মেনে নেয়নি। আজও আমরা 'ফিরকা পরস্তি' (সাম্প্রদায়িকতা) মেনে নিতে পারি না। কেউ পছন্দ করুক বা না করুক, দেশ শুধু ভালোবাসা দিয়ে চলতে পারে। দেশ বিদ্বেষে চলবে না। এই দেশ আমাদের। আমরা এখানে জন্মেছি এবং এখানেই মরব। মাদানী বলেন, এই বার্তাটি পাঠানোর জন্য আমরা আপনাদের সবাইকে এখানে ডেকেছি। মাদানি মাদ্রাসায় আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার কথাও ব্যক্ত করেন। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের যেমন ভালো পণ্ডিতদের প্রয়োজন, তেমনি এর জন্য চমৎকার আইনজীবী, ডাক্তার এবং অধ্যাপকেরও প্রয়োজন।
0 Comments