বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি কলকাতার দুর্যোগে বেশ কয়েকজনের মৃত্য হয়েছে। এ নিয়ে প্রতিবাদ মিছিল করল বিজেপি। রবিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলে, বিপর্যয়ে ১২ জনের মৃত্যু হয়েছে তাহলে কেন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হবে না! জমা জলে কলকাতায় মৃত্যুমিছিলের প্রতিবাদে রবিবার কলেজস্ট্রিট থেকে খোলা হাওয়া সংগঠনের মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। সেই মিছিল থেকেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, সব মৃত্যুই হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। সেগুলো বাড়িতে নয়, খোলা তারেও নয়। সব পোস্টে। সব পোস্ট মেনটেন করে কলকাতা কর্পোরেশন। তবে কেন মেয়রের বিরুদ্ধে এফআইআর হবে না। মেয়রকে কেন গ্রেফতার করা হবে না। প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
![]() |
| সংগৃহীত ছবি |
এ দিন মিছিল থেকে তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করেননি। তিনি মেঘভাঙা বৃষ্টি এবং এতজন সহ নাগরিকের মৃত্যুর পরেও পুজো উদ্বোধন করেছেন, অমানবিক ভূমিকা পালন করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাতে হাজার হাজার কলকাতার নাগরিক পথে নেমেছে। যদিও বিজেপি নোংরা রাজনীতি করছে বলে কটাক্ষ করছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সমর্থকরা।

0 Comments