সালারে নাবালিকাকে গণধর্ষণ, প্রশাসনের তৎপরতায় গ্রেফতার ২

বেঙ্গল মিরর ডেস্ক: মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, নাবালিকা তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল, সেই সময় দুষ্কৃতীরা তাদের পথ আটকায়। প্রথমে ছেলেটিকে প্রচন্ড মারধর করা হয়। পরে সরিয়ে দেওয়া হয়। এরপর নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধানখেতে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

প্রতীকী ছবি 

এ দিকে ঘটনার খবর পেয়েই সালার থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং রাতেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতদের নাম হুমায়ূন শেখ ও আসলাম শেখ, দু’জনেই কুলুরিগ্রামের বাসিন্দা। তাদেরকে কান্দি কোর্টে পাঠানো হয়েছে। এ নিয়ে সালার থানার ওসি তুষার মজুমদার জানিয়েছেন, “আমরা অভিযোগ পাওয়ার পরপরই ব্যবস্থা নিয়েছি। দু’জন গ্রেফতার হয়েছে, বাকিদেরও খুব শিগগির ধরা হবে।” বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি জোরদার করা হয়েছে।

Post a Comment

0 Comments