বেঙ্গল মিরর ডেস্ক: শেষ হয়েছে দুর্গাপুজো। তবে উৎসবের আমেজ এখনও রয়েছে কলকাতাজুড়ে। সেই আমেজকে আরও রঙিন করতে কাল রবিবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। শহরের রেড রোডে বসবে এই বর্ণাঢ্য আয়োজন।শহরের নামী-দামি ১০৬টি পুজো কমিটি তাতে অংশগ্রহণ করছে। তাই আগামিকাল কার্নিভালের জায়গায় মোতায়েন করা হবে বিশাল পুলিশবাহিনী। বন্ধ থাকবে শহরের এই রাস্তা।
![]() |
| প্রতীকী ছবি |
জানা গিয়েছে, কার্নিভালের সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ আধিকারিকরা নজরদারি চালাবেন। খিদিরপুর রোড থেকে রেড রোড পর্যন্ত রাস্তা রবিবার বন্ধ থাকবে, যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে শহরের একাধিক এলাকায়। কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন বিশিষ্ট অতিথি ও বিদেশি আমন্ত্রিতরাও। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, রেড রোড ও সংলগ্ন এলাকায় মোতায়েন থাকবেন প্রচুর সংখ্যক পুলিশ কর্মী। শনিবার রাত থেকেই সেখানে শুরু হবে প্রতিমা রাখার কাজ। প্রতিটি প্রতিমার পাশে একজন করে পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন, যাতে ভিড়ের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে।
আরও জানা গিয়েছে, রবিবার, পুজো কার্নিভালের দিনই কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই ডোরিনা ক্রসিংয়ে মিছিল করবে 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন ৷ গত মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর প্রতিবাদে এই সমাবেশ। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এনিয়ে সিপি বলেন, 'মিছিলের জন্য পুলিশের ব্যবস্থা রয়েছে। সেখানেও কোনও সমস্যা হওয়ার কথা নয়। তাঁরা শান্তির পরিবেশ বজায় রেখে মিছিল করুক, এটাই কাম্য।'

0 Comments