হাজার হাজার দর্শনার্থীর ভিড়েও জঞ্জালমুক্ত টালা প্রত্যয়, খুশি কলকাতা পুরনিগম

আসিফ রেজা আনসারী

শহর কলকাতা এখন উৎসবমুখর। বলা চলে দুপুর গড়িয়ে বিকাল হলেই রাস্তায় লাখো মানুষের ঢল। কেউ ছুটছেন দেশপ্রিয় পার্ক, কেউবা বেহালা ফ্রেন্ডস ক্লাব। কারও পছন্দ চেতলা অগ্রণী, কারওবা লেবুতলা পার্ক। এরই মধ্যে নজর কেড়েছে টালা প্রত্যয়। উত্তর কলকাতার এই পুজো কমিটি খোদ সরকারকে দেখিয়েছে নতুন দিশা। স্বাভাবিকভাবেই খুশি মেয়র ফিরহাদ হাকিম। তিনি নিজে ঘুরে দেখেছেন পুজো মণ্ডপ।

কর্মকর্তাদের সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম। 

বলা চলে কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো টালা প্রত্যয়৷ যার মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে রোজই উপচে পড়ছে ভিড়। রোজ লাখো দর্শকের ভিড় জমলেও আবর্জনা নেই কোথাও। দরকার পড়ছে না আবর্জনা সাফাইয়ের পুরনিগমের কর্মীদের। টালা প্রত্যয় নিজেরাই উদ্যোগ নিয়ে আবর্জনা প্রক্রিয়াকরণ করে তাক লাগিয়েছে। ক্লাবের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'ইকোজেনিক'।

ভাগ করে নিচ্ছেন মনের কথা 

ঈদের পরে দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা কলকাতায় প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষের ভিড় জমছে বিভিন্ন মণ্ডপে। একইসঙ্গে চলছে ঠাকুর দেখা ও খানাপিনা। ফলে চারিদিকে জমা হচ্ছে বিপুল পরিমাণে আবর্জনা। ছুটির সময় এই আবর্জনা সাফাই করতে কালঘাম ছুটছে পুরকর্তৃপক্ষের। সেই জায়গায় দাড়িয়ে শতবর্ষে পদার্পণ করতে চলা টালা প্রত্যয় দিচ্ছে সামাজিক বার্তা। মণ্ডপের পাশে তৈরি হওয়া আবর্জনা অত্যাধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করছে নিজেরাই।প্রতিদিন ১০টন পর্যন্ত জঞ্জাল প্রক্রিয়াকরণ করতে পারে আধুনিক যন্ত্র, তার বন্দোবস্ত করেছে টালা প্রত্যয়।

পরিবেশের কথা ভেবে তারা প্রত্যয়ের এই ভাবনা অর্থাৎ আবর্জনা প্রক্রিয়াকরণের জন্য বিশেষ যন্ত্র বসানোর সাধুবাদ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, "শুধু এই জঞ্জালগুলি প্রক্রিয়াকরণ হবে তেমনটাই নয়। তার থেকে তৈরি হবে বায়োমাস প্যালেট জাতীয় বস্তু, যা পুনর্ব্যবহারযোগ্য। সেগুলি মূলত বিভিন্ন কলকারখানার ফার্নেস কিমবা বিদ্যুৎ প্রকল্পের ফার্নেসে জ্বালানি হিসেবে কাজ করবে। আর অবশ্যই তা পরিবেশবান্ধব।" সোমবার মেয়র ফিরহাদ ছাড়াও এই কর্মকাণ্ড দেখতে উপস্থিত ছিলেন টালা প্রত্যয়ের মূল সংগঠক ধ্রুবজ্যোতি সাহা (শুভ)। আগামী দিনে কলকাতা পুরনিগম এই উদ্যোগ নিজেরাই নিতে পারে বলেও আভাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। 

Post a Comment

0 Comments