এসআইআর: বিরোধীদের আপত্তি থাকলেও প্রস্তুতি সারছে কমিশন

বেঙ্গল মিরর ডেস্ক: এসআইআর নিয়ে বিরোধীদল গুলি আপত্তি তুলছে তাতে অবশ্য আমল দিচ্ছে না নির্বাচন কমিশন। কমিশনের তরফে প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। এমনটাই জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বিএলও এবং সুপারভাইজারদের ন্যূনতম বাৎসরিক বেতন একধাক্কায় প্রায় দ্বিগুণ বেড়েছে। তার ওপর ইতিমধ্যে শুরু হয়েছে তাঁদের বিশেষ ট্রেনিং। স্বভাবতই জল্পনা, বিহারের পর বাংলাতেও হবে এসআইআর।এ নিয়ে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, সাধারণ পদ্ধতিতে ট্রেনিং হচ্ছে, এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে শনিবার তাঁর মন্তব্যে বড় ইঙ্গিত মিলল। শুক্রবারই জানা গেছিল, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যজুড়ে ট্রেনিং শেষ হবে বিএলও-দের। শুক্রবার পূর্ব বর্ধমানে ট্রেনিং হয়েছে, শনিবার কলকাতায় ট্রেনিং। রবিবার ট্রেনিং হবে মেদিনীপুরে, ২৮ তারিখ জলপাইগুড়িতে। সূত্রের খবর, আগস্ট মাস থেকেই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন হতে পারে।



এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও জানালেন, 'আমরা প্রত্যেক বিএলও-কে ট্রেনিং দেব। সবকিছুর জন্য প্রস্তুত।' তাঁর সাফ কথায়, ''এসআইআর তো একবার করতেই হবে। এ তো আগেও অনেকবার হয়েছে। আমাদের সিলেবাসে প্রত্যেক জিনিসই থাকবে। তবে এমন নয় যে, এসআইআরের জন্যই ট্রেনিং হচ্ছে।'

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন, নবীন ভোটার যুক্তকরণ এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনার জন্য বিএলও বা বুথ লেভেল অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছর হাজার হাজার বিএলও, সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্মীরা এই কাজে নিযুক্ত থাকেন। সেই প্রেক্ষিতে বলা যায়, এসআইআর হলে এই ট্রেনিং-এর অনেক সুবিধা পাবেন বিএলও-রা। সিইও-র মন্তব্য, এসআইআর আগেও হয়েছে। হলে এই প্রথমবার হবে না। তবে এর সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার তাঁর নেই। আছে একমাত্র নির্বাচন কমিশনের। তবে তাঁরা প্রস্তুত থাকবেন। পরিস্থিতি অনুযায়ী সক্রিয় ভূমিকা নেবেন।

সিইও এও জানান, চলতি বছর যে খুব আগে থেকে ট্রেনিং শুরু হয়েছে এমনটা নয়। বুথের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায় ১৪ হাজার নতুন বিএলও নিয়োগ করা হবে। আগে তো এমন ট্রেনিং হয়নি, তাই এই ট্রেনিং প্রয়োজন। যদিও সিইও কোনও ভাবেই এই মুহূর্তে বলছেন না বাংলায় এসআইআর কবে হবে বা আদতে হবে কিনা। তাঁর স্পষ্ট কথা, নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও নির্দেশিকা নেই। শুধুমাত্র বিএলও-দের ট্রেনিং নিয়েই নির্দেশ ছিল। সেই মতো কাজ এগোচ্ছে। 


Post a Comment

0 Comments