দুঃস্থ-মেধাবীদের স্কুলছুট রুখতে মারোয়ারী সম্মেলনের উদ্যোগে স্কলারশিপ প্রদান

বেঙ্গল মিরর ডেস্ক: আর্থিক সমস্যার কারণে যে সমস্ত পড়ুয়ার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যায় এমন মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে দীর্ঘদিন ধরে কাজ করছে পশ্চিমবঙ্গীয় মারোয়ারী সম্মেলন। এই সংগঠনের শিক্ষাকোষ প্রায় ৩৫বছর ধরে টাকার প্রয়োজন আছে এমন দরিদ্র ঘরের মেধাবী পড়ুয়াদের পড়াশোনার জন্য স্কলারশিপ এর ব্যবস্থা করে থাকে।এর ৩৫তম স্কলারশিপ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হয় শেক্সপিয়ার সরণীতে অবস্থিত কলামন্দির প্রেক্ষাগৃহে। 

২৬ সেপ্টেম্বরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার প্রায় ১০০টি স্কুলের ৮০০জন পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন শিক্ষাকোষের  সভাপতি ব্রহ্মানন্দ আগরওয়াল। স্কুলছুট কমাতে স্কলারশিপের ভূমিকা নিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্যামল কুমার সেন, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রেভারেন্ট ফাদার ডক্টর ডোমিনিক সেভিও, ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ, শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবী সজন কুমার বানসাল, বিশ্বাম্ভর নেওয়ার, অতুল চুরিওয়ালা, দেবীপ্রসাদ করকানিয়া, রতন শাহ, চিত্তরঞ্জন চৌধুরী, নির্মল কুমার আগরওয়াল, সরোজ কুমার আগরওয়াল প্রমুখ। 

প্রসঙ্গত, শিক্ষাকোষ গত ৩৪ বছর ধরে এই ধরনের "বৃত্তি প্রদান অনুষ্ঠান" এর আয়োজন করে আসছে। এই শিক্ষাকোষটি গণমানুষের সুবিধার জন্য বিভিন্ন কর্মকাণ্ডের সাথে গভীরভাবে জড়িত। পশ্চিমবঙ্গীয় মারোয়ারী সম্মেলন শিক্ষাকোষ" ১৯৫৬ সালে তার সূচনা থেকে জাতি-ধর্ম না দেখে অভাবী ছাত্রদের উন্নতির জন্য বিভিন্ন কার্যক্রম করে আসছে উপবৃত্তি, পোশাক, পাঠ্যক্রমের বই, স্কুল ব্যাগ ইত্যাদি দেওয়ার মাধ্যমে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ১৬০০০-এর বেশি অভাবী ছাত্র উপবৃত্তির মাধ্যমে উপকৃত হয়েছে।

Post a Comment

0 Comments