অগ্নিপথ: সেনাবাহিনীতে অনাবশ্যক উপদ্রব তৈরির কী প্রয়োজন? -প্রদীপ ভট্টাচার্য

প্রদীপ ভট্টাচার্য

ভারতবর্ষের সেনাবাহিনী হচ্ছে পৃথিবীর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ শৃংখলাবদ্ধ বাহিনী, যারা কখনও কোনদিনও ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোন কিছু করার চিন্তা করেননি এবং দেশ রক্ষার কাজে ক্রমান্বয়ে আত্মবিসর্জন করে গিয়েছে১ ভারতবর্ষের হাজার হাজার ছেলেমেয়ে তারা সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক। তারা প্রতিমুহূর্তে ইন্টারভিউয়ে যাওয়ার জন্য তৈরি। সেই জায়গাটাকে প্রশস্ত না করে অগ্নিপথ নামক একটি অনাবশ্যক উপদ্রব তৈরি করার কি প্রয়োজন ছিল? আশ্চর্য হচ্ছি।

 
অনেকের মত হচ্ছে পেনশনের টাকা কমানোর জন্যই নাকি কেন্দ্রীয় সরকার এই প্রকল্প নিয়ে এসেছে। আমরা মনে করি সরকারের উচিত অবিলম্বে ফেরত নেওয়া। এই আদেশ প্রত্যাহার করার জন্য আমি দাবি জানাচ্ছি।
হিংসাত্মক আন্দোলন কখনোই কংগ্রেস সমর্থন করেনি, করবেও না। কিন্তু কংগ্রেস ব্যাপকভাবে ভারতবর্ষে গান্ধির প্রদর্শিত নীতিকে ভরসা করে শান্তিপূর্ণ আন্দোলনে ক্রমান্বয়ে ঝাঁপিয়ে পড়বে। এই যে অন্যায্য অগ্নিপথের নির্দেশ দেওয়া হয়েছে, তা প্রত্যাহারের দাবিতে যে অনার্য অগ্নিপথের নির্দেশ প্রত্যাহার করতেই হবে।

(লেখক রাজ্যসভার সাংসদ ও বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। অনুলেখন- বেঙ্গল মিরর সম্পাদক আসিফ রেজা আনসারী) 

Post a Comment

0 Comments