শিক্ষক চাই, মাসিক বেতন ১৫০০ টাকা: বিজ্ঞপ্তি নাকি ঠাট্টা-তামাশা প্রশ্ন নেট-দুনিয়ায়

আসিফ রেজা আনসারী


সম্প্রতি একটি স্কুলে শিক্ষক লাগবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন সেখানকার পরিচালন সমিতির সভাপতি। একজন শিক্ষকের সাম্মানিক কত হবে, সে সম্পর্কে বিস্তারিত লিখেছেন তিনি। যা সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়েছে। বীরভূম জেলার সাঁইথিয়ার জিউই তরঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জানিয়েছেন তাঁর স্কুলে পড়ানোর জন্য প্রার্থীকে বিএড সহ অনার্সের স্নাতক হতে হবে। তারপরেও মাসে পাবেন মাত্র ১৫০০ টাকা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ভূগোল ও শিক্ষাবিজ্ঞানের জন্য শিক্ষক নিয়োগ করবে। চুক্তিভিত্তিক শিক্ষক হতে হলে যোগ্য প্রার্থীরা আগামী সোমবার ২৭ তারিখ, বেলা ১২ পর্যন্ত আবেদন করতে পারেন।
সেই স্কুল কর্তৃপক্ষের এমন বিজ্ঞপ্তিজুড়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কী রাজ্যের কর্মসংস্থানের এ দুরাবস্থার কথা ভেবে মাত্র পনেরশো টাকা বেতন ঠিক করেছেন, নাকি বেকার যুবক-যুবতীদের অপমানিত করতে চাইছেন?

এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করছেন এটা চাকরি দেওয়ার নামে প্রহসন। একজন শিক্ষিত বেকারকে ঠাট্টা-তামাশার পাত্র বানানো হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত ফোনে পাওয়া যায়নি। 
এ নিয়ে প্রধানশিক্ষকদের সংগঠনের তরফে চন্দন কুমার মাইতি এক প্রতিক্রিয়ায় জানান, "একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভূগোল পড়াবে মাসে বেতন ১৫০০ টাকা দেবে। মাত্র ২৫ টাকা প্রতি ক্লাস (৪০ মিনিট)। স্কুল কমিটির প্রেসিডেন্ট বিজ্ঞাপন দিয়েছে। ওই টাকায় বাড়ির কাজের মাসীও রাজি হন না। শিক্ষিত বেকার যুবক-যুবতী নিয়ে তামাশা চলছে। রাজ্যের গ্রামীণ সব স্কুল ও মাদ্রাসার একই সমস্যা। স্কুল খুলছে, পড়াবেন কে! প্রতিটি স্কুলে গড়ে ৪০- ৫০% শূন্য পদ। ওই টাকা ছাত্রছাত্রীদের থেকেই তুলবে।"

Post a Comment

0 Comments