'আমরা মনভাসি'র 'তাহাদের কথা'য় এবার প্রসঙ্গ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বেঙ্গল মিরর ডেস্ক: যে কোন সমাজের একশ্রেণির মানুষ থাকে, যারা বিভেদের রাজনীতি করে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করে। এর বাইরে আর এক শ্রেণির মানুষ থাকে যারা সে বিভেদ রুখে দিয়ে সমাজ গড়ার কাজ করেন। তাদেরই একজন পার্থ দে। তিনি বিশিষ্ট তবলা বাদক, সংগীতশিল্পী। যাকে অনেকেই চেনেন একজন প্রতিবাদী মানুষ হিসেবে। তার বাইরে গিয়ে তিনি চর্চা করেন বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক বৈষম্য এবং বিভেদের বিরুদ্ধে মিলন মৈত্রীর। আমরা মনভাসি গ্রুপের তিনি একজন প্রধান সংগঠক। দীর্ঘদিন ধরে তাহাদের কথা নামে একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করেন। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও আন্তর্জালিক আলোচনাচক্র শুরু হতে চলেছে নবরূপে।
নতুন করে প্রথম পর্ব শুরু হবে, সে সম্পর্কে একটি বিশেষ ঘোষণা করেছেন পার্থ দে। তিনি জানান, আবার শুরু হতে চলেছে তাহাদের কথা। এইবার বাংলাদেশের বিভিন্ন কবি, শিল্পী, বুদ্ধিজীবি ও গুনীজনরদের মুখে শুনব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী নিয়ে গান গল্প কবিতা আলোচনা।আগামী ২৮ তারিখ রাত ৮টায় শুরু হবে অনুষ্ঠান। 

Post a Comment

0 Comments