শুধু পেট্রোপণ্য নয়,বাড়ছে সারের দাম: কৃষক মহলে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর: একদিকে করোনা, অন্যদিকে নিত্য-নৈমিত্তিক ডিজেল সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে জেরবার দেশবাসী। এবার দাম বাড়ছে সারের। ফলে কৃষিতে উৎপাদন খবর দেড়গুন হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এরই প্রতিবাদে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

IFFCO fertilisers price hike. Representative image
 
প্রসঙ্গত, নয়া কৃষি-আইন নিয়ে এমনিতেই দেশজুড়ে আন্দোলন করছেন সংযুক্ত কিষান সংঘর্ষ মোর্চা। এর মধ্যেই সারের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে সার প্রস্তুতকারক সংস্থা 'ইফকো'। জানা গিয়েছে, নয়া মূল্য-বিধিতে এখন থেকে ডাই-অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি, নাইট্রোজেন, ফসফরাস, পটাস বা সালফারের দাম প্রায় ৪৮ থেকে ৫৮ শতাংশ করে দাম বাড়ছে। ফলে এনপিকেএস ১০:২৬:২৬ এর ৫০ কেজি ব্যাগের দাম ১১৭৫ থেকে বেড়ে হচ্ছে ১৭৭৫ টাকা। একইভাবে ১২:৩২:১৬ হচ্ছে ১৮০০ টাকা, ২০:৩২:১৬ হবে ১৩৫০ টাকা। ডাই-অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি ১২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯০০ টাকা। 

Post a Comment

0 Comments