সংবিধান ভেঙেছেন রাষ্ট্রপতি মনোনীত সাংসদ স্বপন, পদ খারিজ করার দাবি

বেঙ্গল মিরর ডেস্কঃ তিনি রাষ্ট্রপতি মনোনীত সাংসদ। স্বভাবতই নিরপেক্ষ হওয়া দস্তুর। কিন্তু সরাসরি বিজেপির হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন। আর তা নিয়েই উঠছে প্রশ্ন। তাঁর সাংসদ পদ বাতিলের দাবিও করেছে তৃণমূল। 

প্রসঙ্গত, প্রার্থী তালিকা ঘোষণার সময়ই এই বিতর্ক শুরু হয়েছিল৷ এ বার তা আরও উসকে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী করায়, তাঁর সাংসদ পদ বাতিলের দাবিতে সরব হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। ট্যুইটে কড়া ভাষায় তিনি আক্রমণ শানিয়েছেন স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে।



মহুয়া লেখেন, "পশ্চিমবঙ্গে নির্বাচনে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী৷ সংবিধানের দশম তফশিলে বলা হয়েছে, রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত হয়ে শপথ নেওয়ার ৬ মাস পর যদি কেউ রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁকে সাংসদ পদ বাতিল হয়ে যাবে৷ ২০১৬ সালের এপ্রিলে শপথ নিয়েছিলেন তিনি৷ এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন৷ এখন বিজেপিতে যোগ দেওয়ায় অবশ্যই তাঁর সাংসদ পদ এখনই বাতিল হওয়া উচিত।"

Post a Comment

0 Comments