আক্রান্ত মমতা, রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

বেঙ্গল মিরর ডেস্ক: নন্দীগ্রামে মমতা  বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের পর পূর্ব মেদিনীপুরের প্রশাসনের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। সেখানে কী ঘটেছে ও নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।



নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, 'ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিস ছিল না। পুলিস সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করেছে।'

Post a Comment

0 Comments