প্রসব হয়েছে পুত্র সন্তান, হাসপাতাল বলল কন্যা, স্বাস্থ্য কর্মীদের আচরণে বিতর্ক!

বেঙ্গল মিরর ডেস্ক: ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। এমনই আজব–কাণ্ড মালদার এক সরকারি হাসপাতালে। প্রসবের সময় মা ও পরিবারকে বলা হয়েছে পুত্র সন্তান হয়েছে, কিন্তু দু'ঘণ্টার মধ্যেই তা বদলে যায় কন্যায়। জানা গিয়েছে, চুমকি চৌধুরি নামে এক প্রসুতি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুত্র সন্তান প্রসব করেন। তিনি ও তাঁর পরিবারকে সে কথাও বলা হয়। কিন্তু রাত সাড়ে নটা নাগাদ সদ্যোজাতকে দেখতে গেলে বলা হয় কন্যা সন্তান হয়েছে। এ নিয়েই বিতর্কে জড়িয়েছে মালদহের মাতৃসদন হাসপাতাল।
প্রসঙ্গত, চুমকি চৌধুরির স্বামীর নাম রবি চৌধুরী, বাড়ি ফতেখানি (মেছোপাড়া)। তিনি সিলামপুর প্রাথমিক স্বাস্থকেন্দ্রের অন্তর্গত শেরপুর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রথম বরাবরই চিকিৎসা ও পরামর্শ নিতেন। প্রসবের  সময় হলে তিনি হাসপাতালে যান। শুক্রবার স্বাভাবিকভাবেই সন্তান প্রসব পরিবারের লোককে বাচ্চাকে দেখতে দেওয়া হয়নি। একজন সিভিক কর্মী হেনস্থা করে বলেও অভিযোগ। এদিকে বিষয়টি নিয়ে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলেও এই খবর লেখা পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি। যদিও এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

Post a Comment

0 Comments