বামফ্রন্ট বা পার্টি যদি আগুনে ঝাঁপাতে বলতো, তাই করতাম; অকপট কান্তি

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিররঃ বামফ্রন্ট, আইএসএফ সংযুক্ত মোর্চা মনে করেছে আমাকে প্রার্থী করবে, তাই হয়েছি। বামফ্রন্ট বা পার্টি যদি বলে তিনি আগুনে ঝাঁপ দিতে পারেন। মানুষের জন্য লড়াই করবেন, বয়স তাঁর কাছে কোনও বিষয় নয়। যেকোন মানুষ জীবনভর লড়াই করতে পারেন, তিনিও মানুষ তাই লড়াই করবেন। ঠিক এভাবেই নিজের প্রার্থীপদ নিয়ে খোলাসা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বরিষ্ঠ বামনেতা কান্তি গাঙ্গুলি।
এদিন তিনি বলেন, দল আমাকে প্রার্থী করেছে তাই আমি ভোটে দাঁড়িয়েছি। কে আমার প্রতিপক্ষ সেটা বড় বিষয় নয়, সবাই আমার প্রতিপক্ষ। আমি মানুষের হয়ে মানুষের কথা বলতে চাই। মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি তাদের জন্য কি করতে চাই সে কথা তাদের কাছে জানাবো। মানুষই ঠিক করবেন কাকে নির্বাচিত করবেন। অন্য এক প্রশ্নের উত্তরে কান্তিবাবু বলেন, সুন্দরবনের মানুষের বেঁচে থাকার প্রশ্ন, এখানকার মানুষ বেঁচে থাকবেন কিনা, সুন্দরবন বেঁচে থাকবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। এ প্রসঙ্গে তিনি জানান, আয়লা পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৫ হাজার ৩২ কোটি টাকার অনুদান এসেছিল। তাঁর অভিযোগ, রাজ্য সরকার সে টাকা খরচ করতে পারেনি। বেশিরভাগ টাকা (৪ হাজার কোটি) কেন্দ্রের কাছে ফিরে গিয়েছে। এখানে মানুষের রাজ্য সরকারের ব্যর্থতা। 

Post a Comment

0 Comments